logo
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২২ ১৬:৩৭
পঞ্চগড়ে নারীর ক্ষমতায়ন বিষয়ে কর্মশালা
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে নারীর ক্ষমতায়ন বিষয়ে কর্মশালা

পঞ্চগড় : জেলায় নারীর ক্ষমতায়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেডক্রাফট এক্সচেঞ্জের অর্থায়নে এবং বিকাশ বাংলাদেশ ও ট্রেডক্রাফট এক্সচেঞ্জের বাস্তবায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

কর্মশালায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পঞ্চগড় জেলা শাখার ডেপুটি কমান্ডার ও বিকাশ বাংলাদেশের নির্বাহী প্রধান মো. আলাউদ্দীন প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মাসুদুল হক।

 

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সদর উপজেলা কৃষি অফিসার মো. কামাল হোসেন সরকার, উপজেলা সমবায় অফিসার মো. মামুন কবীর, পঞ্চগড় সদর ইউপি চেয়ারম্যান আল ইমরান, সদর উপজেলার কো-অর্ডিনেটর রেহানা পারভিন, অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা মো. মজিবর রহমান, জেলা সমন্বয়কারী আতিকুর রহমান প্রমুখ।

 

দিনব্যাপী কর্মশালায় পঞ্চগড় সদর উপজেলার ৬টি ইউনিয়নের বিকাশ বাংলাদেশের উপকারভোগী ৬৫টি দলের নারী নেত্রীরা অংশ নেন।

 

ভোরের আকাশ/জেএস/