ঢাকা: আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রাশিয়া অধিকৃত ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত হবে। এ লক্ষ্যে রাশিয়াতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এর আগে গতকাল (বৃহস্পতিবার) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাপোরিজিয়া, খেরসনের ‘স্বাধীনতা’ ঘোষণা পত্র জারি করেন। যেমনটি গত ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমনের আগে ডোনেটস্ক এবং লুহানস্ককে স্বাধীন অঞ্চলের স্বীকৃতি দিয়ে ঘোষণা দিয়েছিল।
আর এ বিষয়টিকে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখিয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউইয়র্ক সিটিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন- রাশিয়ার সংযুক্তি জাতিসংঘের সনদের লঙ্ঘন এবং এর ‘কোন আইনি ভিত্তি’ নেই।
তিনি ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার পদক্ষেপকে ‘একটি বিপজ্জনক’ হিসাবে বর্ণনা করেছেন। এমন পদক্ষেপের ‘আধুনিক বিশ্বে কোনও স্থান নেই বলেও তিনি মন্তব্য করেছেন।
গতকাল এক বক্তব্যে পুতিন বলেছেন- ‘আমি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং স্বাধীনতার স্বীকৃতির আদেশ দিচ্ছি’।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে- রাশিয়া-অধিকৃত অঞ্চলে তাড়াহুড়ো করে সংগঠিত গণভোটের পর শুক্রবার ক্রেমলিনে একটি জমকালো অনুষ্ঠানে ডোনেটস্ক এবং লুহানস্কের স্ব-ঘোষিত প্রজাতন্ত্রের সঙ্গে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে।
এর ৮ বছর পূর্বে রাশিয়া একটি আক্রমণ এবং অনুরূপ ভোটের মাধ্যমে ইউক্রেন থেকে ক্রিমিয়া দখল করে নিয়েছিল।
ভোরের আকাশ/জেএস/আসা