ঢাকা: ইন্দোনেশিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে পরাজিত পক্ষের হাঙ্গামায় পদদলিত হয়ে ১৭৪ জন নিহত হয়েছেন। দেশটির উত্তর জাভ প্রদেশের মালাং স্টেডিয়ামে শনিবার রাতে এই ঘটনা ঘটেছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। এ কাণ্ডে কমপক্ষে ২০০ জন আহত হয়েছেন।
অঞ্চলটির পুলিশ প্রধান রোববার গণমাধ্যমকে জানান, শনিবার রাতে প্রদেশে আরেমা ফুটবল ক্লাব ও পেরসেবায়া সুরাবায়ার মধ্যে ম্যাচ চলছিল। ম্যাচে আরেমাকে ৩-২ গোলে হারায় পেরসেবেয়া।
ম্যাচ শেষে পরাজিত দলের সমর্থকরা মাঠে নেমে হাঙ্গামা শুরু করে। তাদের সরাতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়লে অনেকে পদদলিত হয়। শ্বাসকষ্টও শুরু হয় অনেকের মধ্যে।
দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, হাঙ্গামা ও প্রাণহানির ঘটনায় চলতি লীগ খেলা এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ভোরের আকাশ/জেএস/