logo
আপডেট : ২ অক্টোবর, ২০২২ ১২:৪১
পুঁজিবাজারে সূচকের তেজি ভাব
অর্থনৈতিক প্রতিবেদক

পুঁজিবাজারে সূচকের তেজি ভাব

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। সকাল থেকে সূচকের তেজিভাব দেখা যাচ্ছে। বেড়েছে সবগুলো সূচক। একইভাবে বেড়েছে বাজার মূলধনও। তবে গত সপ্তাহের মতো আজও লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে।

 

বাজার বিশ্লেষণে দেখা যায়- সপ্তাহের প্রথম দিন রোববার (২ অক্টোবর ) ডিএসইতে সবগুলো সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে চলছে লেনদেন। তবে আগের সপ্তাহের মতো বেশির ভাগ শেয়ারের ক্রেতা নেই। এখন পর্যন্ত ক্রেতা খরায় ভুগছে প্রায় দুই শতাধিক কোম্পানি।

 

বেলা ১২ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৫৩পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে ৭০৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট । লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৫৩ টির, কমছে ৫৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৬ টির দর।

 

এদিকে ডিএসইতে এখন পর্যন্ত লেনদেনের দৌড়ে এগিয়ে রয়েছে বসুন্ধরা পেপার, রেকিট বেনকিজার, সোনারগাঁ টেক্সটাইল, আলিফ ইন্ডাস্ট্রিজ, ফরচুন সুজ, সাইফ মেঘনা পিইটি , মেঘনা কনডেন্সড মিল্ক, সেনা কল্যাণ ইন্সুরেন্স, অগ্রণী ইন্সুরেন্স, জিলবাংলা সুগার, শ্যামপুর সুগার জেনারেশন নেক্সটসহ আরো কিছু কোম্পানি।

 

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪০৩পয়েন্টে। এখন পর্যন্ত সিএসইতে হাত বদল হওয়া ২৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৪ টির, কমেছে ৫৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টির দর। বেলা ১২ পর্যন্ত সিএসইতে ১৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

ভোরের আকাশ/আসা