logo
আপডেট : ২ অক্টোবর, ২০২২ ১৮:৪৬
করোনায় দৈনিক শনাক্তের হার ১৪ দশমিক ৩৫
নিজস্ব প্রতিবেদক

করোনায় দৈনিক শনাক্তের হার ১৪ দশমিক ৩৫

ঢাকা: গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৩৫ এবং মারা গেছেন একজন।  শনাক্তের হার ১৪ দশমিক ৩৫। আগের দিন করোনায়  শনাক্ত হয়েছিলেন ৪৮০  এবং শনাক্তের হার ছিল ১৫ দশমিক ২৮। 

 

রোববার (০২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এপর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ৩৬৯ জন এবং মোট শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ২৬ হাজার ২১২ জনে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮১টি ল্যাবরেটরিতে ৩ হাজার ৭২৭টি নমুনা পরীক্ষা করা হয়। মহামারির শুরু থেকে দেশে এ পর্যন্ত মোট এক কোটি ৪৮ লাখ ৮৩ হাজার ৯৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৪৭৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ  ৬৬ হাজার ১০৭ জন।

 

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে বিভিন্ন হাসপাতালে কোভিড -১৯ শয্যা সংখ্যা ছিল ১২ হাজার ৮৯০টি এবং খালি ছিল ১২ হাজার ৬৪২টি। অর্থাৎ সারাদেশে করোনা রোগী ভর্তি ছিলেন মোট ২৫৮ জন। আর গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৮৬টি কোভিড আইসিইউ শয্যূার মধ্যে খালি ছিল এক হাজার ১২৬টি।  

 

ভোরের আকাশ/জেএস/