ঢাকা: বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা কলকাতায় একটি পূজা মণ্ডপ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। মণ্ডপটিতে মোহনদাস করমচাঁদ গান্ধীকে দেবী দুর্গার অসুর হিসেবে তুলে ধরা হয়েছে। পূজার অন্যতম উদ্যোক্তা সুন্দরগিরি মহারাজ নিজেকে হিন্দু মহাসভার রাজ্য সভাপতি হিসেবে পরিচয় দিয়ে গণমাধ্যমে এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন-‘গান্ধী সম্পর্কে সঠিক কথাটাই আমরা বলেছি। সত্যি কথাটা বলতে কেউ সাহস পাচ্ছিল না। গান্ধী কোনো মহাত্মা নন, তাই অসুরের মূর্তি যদি গান্ধীর আদলে হয়েও করে আমরা উপযুক্ত কাজই করেছি।’
বিশেষকরে গতকাল রোববার গান্ধীর ১৫৩তম জন্মদিনে অসুররূপী গান্ধী নিয়ে প্রবল বিতর্ক হয়।
আর এই ঘটনাকে কেন্দ্রকরে ভারতের রাজ্যটিতে শুরু হয়েছে পূর্জার রাজনীতি। পক্ষে বিপক্ষে চলছে অনেক বক্তব্য। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে- বিতর্কিত মূর্তিটি সরিয়ে নেওয়া হয়েছে।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে নেই এর প্রতিবাদ। ফলে কলকাতার এবারের দুর্গাপূজা পরিণত হয়েছে রাজনৈতিক পরিসর। যা দেশটির কেন্দ্রীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
এই ঘটনা কলকাতায় আলোড়ন সৃষ্টি করেছে। সময়মতো বাধা না দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের সাবেক এমপি, কবি ও সংগীতশিল্পী কবীর সুমন ঘটনার প্রতিবাদ করেছেন।
ভোরের আকাশ/জেএস/