ঢাকা: গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬৯৬ এবং মারা গেছেন দুইজন। শনাক্তের হার ১২। আগের দিন করোনায় শনাক্ত হয়েছিলেন ৫৩৫ এবং শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৩৫।
সোমবার (০৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এপর্যন্ত করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ৩৭১ জন এবং মোট শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ২৬ হাজার ৯০৮ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮১টি ল্যাবরেটরিতে ৫ হাজার ৮০১টি নমুনা পরীক্ষা করা হয়। মহামারির শুরু থেকে দেশে এ পর্যন্ত মোট এক কোটি ৪৮ লাখ ৮৯ হাজার ৭৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৫৩৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৬ হাজার ৬৪৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে বিভিন্ন হাসপাতালে কোভিড -১৯ শয্যা সংখ্যা ছিল ১২ হাজার ৮৯০টি এবং খালি ছিল ১২ হাজার ৬৮৯টি। অর্থাৎ সারাদেশে করোনা রোগী ভর্তি ছিলেন মোট ২০১ জন। আর গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৮৬টি কোভিড আইসিইউ শয্যূার মধ্যে খালি ছিল এক হাজার ১২৪টি।
স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, গত এক সপ্তাহের ব্যবধানে করোনায় মৃত্যুহার ১৪ দশমিক ৩ শতাংশ, শনাক্তের হার ১০ দশমিক ৯ এবং সুস্থতার হার ৪৩ দশমিক ৩ বেড়েছে। আর এসময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীদের মধ্যে টিকা নিয়েছিলেন ৪৩ দশমিক ৮ শতাংশ এবং টিকা নেননি ৫৬ দশমিক ৩ শতাংশ।
ভোরের আকাশ/এনএম/জেএস/