logo
আপডেট : ৫ অক্টোবর, ২০২২ ১৬:১৯
নতুন ৪ অঞ্চলে ‘ভারপ্রাপ্ত প্রধান’ নিয়োগ দিলো পুতিন
নিজস্ব প্রতিবেদক

নতুন ৪ অঞ্চলে ‘ভারপ্রাপ্ত প্রধান’ নিয়োগ দিলো পুতিন

ছবি : সিএনএন

ঢাকা: দখলকৃত ইউক্রেনের চারটি অঞ্চলে ‘ভারপ্রাপ্ত প্রধান’ নিয়োগ দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যারা ৩০ সেপ্টেম্বর  ক্রেমলিনের এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট অঞ্চলের যোগদানের চুক্তিতে যে চারজন স্থানিয় নেতা স্বাক্ষর করেছেন তারাই এই দায়িত্ব পেয়েছেন। অঞ্চলগুলিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর্যন্ত তারা শাসন করবেন। বিশ্লেষকরা এ নিয়োগ প্রক্রিয়াকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। খবর সিএনএন।

 

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ট্রাস তাস জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চারটি ইউক্রেনীয় অঞ্চলের ‘ভারপ্রাপ্ত প্রধান’ মনোনীত করেছেন।

 

তাস বুধবার জানিয়েছে, রাশিয়ার আইন অনুসারে অঞ্চলগুলির জন্য সরকারী নির্বাচিত না হওয়া পর্যন্ত চার নবনিযুক্ত নেতা শাসন করবেন।

 

সূত্র জানিয়েছে, ডনেটস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এ ডেনিস পুশিলিন, লুহানস্ক পিপলস রিপাবলিক (এলপিআর) এ লিওনিড পাসেচনিক, জাপোরিঝিয়া অঞ্চলে ইয়েভজেনি বালিটস্কি এবং ভ্লাদিমির সালদো খেরসন অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর বা প্রধানের দায়িত্ব পেয়েছেন।

 

এরা সবাই ৩০ সেপ্টেম্বর ক্রেমলিনের অনুষ্ঠিানে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার চুক্তিতে স্বাক্ষর করেন।

 

ভোরের আকাশ/জেএস/