ঢাকা: ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৩৮০ জনের মৃত্যুর খবর জানালো স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল ৮ টা থেকে তার আগের ২৪ ঘণ্টায়, ৪ হাজার ৯১২ জনের নমুনা পরীক্ষায় ৪৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হার নেমেছে ১০ শতাংশে। দেশে এ পর্যন্ত ২০ লাখ ২৯ হাজার ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭০১ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৬৮ হাজার ৬৫৪ জন সুস্থ হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের মধ্যে একজন পুরুষ, চারজন নারী। তাদের একজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, একজনের ৪১ থেকে ৫০, একজনের ৫১ থেকে ৬০ এবং দুইজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। মৃতদের দুইজন ঢাকার ও তিনজন ময়মনসিংহের। চারজন সরকারি হাসপাতালে ও একজন বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
দেশে প্রথম করোনা শনাক্ত হয়ে ২০২০ সালের ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
ভোরের আকাশ/আসা