logo
আপডেট : ১২ অক্টোবর, ২০২২ ১৮:১৩
‘স্বাস্থ্য খাতের সকল অনিয়ম নির্মূলে রংপুর থেকেই শুদ্ধি অভিযান’
রংপুর ব্যুরো

‘স্বাস্থ্য খাতের সকল অনিয়ম নির্মূলে রংপুর থেকেই শুদ্ধি অভিযান’

রংপুর: স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহম্মেদ কবীর বলেছেন, স্বাস্থ্য খাতের সকল অনিয়ম-বিশৃঙ্খলা নির্মূলে রংপুর বিভাগ থেকেই শুদ্ধি অভিযান শুরু হবে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মডেল হাসপাতাল হিসেবে দাঁড়াবে।

 

বুধবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও সুধীজনের সঙ্গে মতবিনিময়ের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

তিনি স্বাস্থ্য খাতে জড়িত লোকদের উদ্দেশে বলেন, তুমি যতই শক্তিশালী হও না কেনো, চিকিৎসা সেবায় ব্যহত হয় এমন কাজ করলে স্থান হবে খারাপ জায়গায়।

 

এ সময় রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিমল কুমার রায়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শরীফুল ইসলামসহ অন্য চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ভোরের আকাশ/আসা