logo
আপডেট : ১৩ অক্টোবর, ২০২২ ১৫:৪৯
বিশ্ব দৃষ্টি দিবসে কড়াইল বস্তিতে চক্ষু শিবির
নিজস্ব প্রতিবেদক

বিশ্ব দৃষ্টি দিবসে কড়াইল বস্তিতে চক্ষু শিবির

বিশ্ব দৃষ্টি দিবস, ২০২২ উপলক্ষে ”আপনার চোখকে ভালবাসুন” এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ভিশনস্প্রিং এবং ব্র্যাকের যৌথ উদ্যোগে কড়াইল বস্তিতে সুবিধাবঞ্চিত মানুষের জন্য একটি চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে । 

 

চক্ষু শিবিরে ১০০ জন দরিদ্র মানুষদের মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হয় ।

 

ভিশনস্প্রিং বাংলাদেশের রিডিং গ্লাসেস ফর লাইভলিহুড কর্মসূচির সমন্বয়কারী অনুপম সেনগুপ্ত জানান, ২০০৬ সাল থেকে ব্র্যাকের সহযোগিতায় বাংলাদেশে ৬৪ জেলায় প্রায় ৯৫ লক্ষ লোকের চক্ষু পরীক্ষা করে প্রায় ১৯ লক্ষ মানুষের নিকট দৃষ্টিশক্তি ক্রুটি সংশোধনে চশমা প্রদান করা হয়েছে।

 

চোখ পরীক্ষা ও চশমা পেয়ে কড়াইল বস্তিতে থাকা দরিদ্র মানুষ অনেক খুশি প্রকাশ করে এ ধরনের উদ্যোগের সাফল্য কামনা করেন।

 

চক্ষু শিবিরের ব্র্যাকের কর্মসূচি ব্যবস্থাপক ডা. রেহানুম এনজেলাসহ ভিশনস্প্রিং এবং ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

ভোরের আকাশ/আসা