logo
আপডেট : ১৪ অক্টোবর, ২০২২ ১৮:১৩
করোনায় ৪ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

করোনায় ৪ জনের মৃত্যু

দেশে একদিনে করোনায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এসময়ে শনাক্ত হয়েছে ৩৪৬ জনের।

 

শুক্রবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ৮ টা থেকে তার আগের ২৪ ঘন্টায় ৪ হাজার ৮৪০ জনের নমুনা পরীক্ষায় ৩৪৬ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ১৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ।

 

২৪ ঘন্টায় মৃত চারজনের মধ্যে একজন পুরুষ, তিনজন নারী। একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, একজনে ৫১ থেকে ৬০ বছর দুইজনের বয়স ৬১ থেকে ৭০ বছর। সরকারী হাসপাতালে তিনজন এবং বেসরকারী হাসপাতালে একজন চিকিৎসাধীন ছিলেন। মৃতদের দুইজন ঢাকায়, একজন সিলেটে এবং একজন রংপুর বিভাগে।

 

দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩১ হাজার ৭৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৯৩ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৩ হাজার ০৭২ জন।

 

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ ।

 

ভোরের আকাশ /আসা