logo
আপডেট : ১৯ অক্টোবর, ২০২২ ২০:৪২
নায়িকা নয়; ভালো অভিনেত্রী হতে চাই: নাজনীন শবনম

নায়িকা নয়; ভালো অভিনেত্রী হতে চাই: নাজনীন শবনম

‘অভিনয় জিনিসটা আসলেই যাদুর মতো লাগে আমার কাছে। বেশভুষা এবং আচরণ পরিবর্তন করেই আপনি পুরোপুরি নতুন একজনে পরিবর্তন হয়ে যেতে পারেন।’

 

এভাবেই কথা গুলো বলছিলেন অভিনেত্রী নাজনীন শবনম। তার কাছে অভিনয় মানে বিখ্যাত হতে হবে এমন নয়। অভিনয়ের মাধ্যমে বিভিন্ন মানুষের চরিত্রে ঘুরে ঘুরে বেড়ানোর জন্যই তিনি অভিনয় বেছে নিয়েছেন। নায়িকা নয়; তার লক্ষ্য ভালো অভিনেত্রী হওয়া। সে লক্ষ্য সামনে রেখেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন তিনি।

 

নাজনীন বলেন, ‘অভিনয় মানে বিখ্যাত হওয়া নয় বরং বিভিন্ন মানুষের চরিত্রে ঘুরে ঘুরে বেড়ানো আমার মনে হয়। আমি নায়িকা নয় ভালো অভিনেত্রী হতে চাই।’

শিগগিরই আসছে নাজনীন অভিনীত ‘মামা ভাগিনা যেখানে, বিপদ আপদ সেখানে’ নাটক। এই নাটকে নাজনীনকে দেখা যাবে মামার এক ভাগিনার প্রেমিকা হিসেবে।

 

নাটকটির পরিচালনা করেছেন মো. শহীদ উন নবী। এতে মিশু সাব্বির, চাষী আলমসহ অভিনয় করেছেন আরো অনেকে।

 

উত্তরায় নাটকটির শুটিং চলছে।

 

উল্লেখ্য, নাজনীন আগে মডেলিং  করতেন। ২০১৯ সাল থেকে তিনি নাটকে অভিনয় করছেন।

 

ভোরের আকাশ/আসা