logo
আপডেট : ২২ অক্টোবর, ২০২২ ১৯:১০
চলতি বছর ভর্তি রোগী ৩০ হাজার ছাড়াল
একদিনে হাসপাতালে ৯২২ ডেঙ্গু রোগী, মৃত্যু ২
নিজস্ব প্রতিবেদক

একদিনে হাসপাতালে ৯২২ ডেঙ্গু রোগী, মৃত্যু ২

দেশের ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৯২২ এবং মারা গেছেন দুজন। আগের দিন হাসপাতালগুলোয় ভর্তি হন ৪০৯ জন। চলতি বছর ২২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১১৪ জন।

 

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৯২২ নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫২০ এবং ঢাকার বাইরে ৪০২ জন। বর্তমানে সারা দেশে ৩ হাজার ৪০৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৩২৮ এবং ঢাকার বাইরে ১ হাজার ৭৬ জন।

 

এ বছর ১ জানুয়ারি থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩০ হাজার ২৯। এর মধ্যে ঢাকায় ২১ হাজার ৪২৪ এবং ঢাকার বাইরে সারা দেশে ৮ হাজার ৬০৫ জন। একই সময় সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২৬ হাজার ৫১৩। এর মধ্যে ঢাকায় ১৯ হাজার ৩০ এবং ঢাকার বাইরে সারা দেশে ৭ হাজার ৪৯৩ জন।

 

ভোরের আকাশ/আসা