আপডেট : ২২ অক্টোবর, ২০২২ ২৩:৩৭
রোববার থেকে ডিএনসিসি কোভিড হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা
অনলাইন ডেস্ক
রোববার থেকে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে শুরু হচ্ছে ডেঙ্গু রোগীদের চিকিৎসা।
শনিবার রাত সাড়ে ১০ টার দিকে এক সভায় সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর।
সভা শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ইতোমধ্যে ডেঙ্গু রোগীদের জন্য চারটি ইউনিট চালু করা হয়েছে। যেখানে ১২ জন চিকিৎসককে তিন শিফটে দায়িত্ব বণ্টন করা হয়েছে।