logo
আপডেট : ২৩ অক্টোবর, ২০২২ ১৯:৪১
প্রতি ৮৩ সেকেন্ডে একজন করে ডেঙ্গু রোগী হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক

প্রতি ৮৩ সেকেন্ডে একজন করে ডেঙ্গু রোগী হাসপাতালে

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ১ হাজার ৩৪ জন অর্থাৎ ঘন্টায় ৪৩ জন। গড়ে ৮৩ সেকেন্ডে একজন করে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোগী বৃদ্ধি পাওয়ায় রোববার থেকে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা শুরু করা হয়েছে।

 

একদিনে মারা গেছেন আরো একজন। আগের দিন হাসপাতালগুলোয় ভর্তি হন ৯২২ জন। চলতি বছরে ২৩ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছেন ১১৩ জন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ১ হাজার ৩৪ নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৮৯ এবং ঢাকার বাইরে ৪৪৫ জন। বর্তমানে সারা দেশে ৩ হাজার ৪৯২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ২৮৪ এবং ঢাকার বাইরে ১ হাজার ২০৬ জন। এ বছর ১ জানুয়ারি থেকে ২৩ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩১ হাজার ৬৩। এর মধ্যে ঢাকায় ২২ হাজার ১৩ এবং ঢাকার বাইরে সারা দেশে ৯ হাজার ৫০ জন। একই সময় সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২৭ হাজার ৪৫৮। এর মধ্যে ঢাকায় ১৯ হাজার ৬৬০ এবং ঢাকার বাইরে সারা দেশে ৭ হাজার ৭৯৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশের ৩৮টি জেলায় নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

 

ভোরের আকাশ/আসা