logo
আপডেট : ১৭ নভেম্বর, ২০২২ ১৩:১৭
নোয়াখালীতে বীর মুক্তিযোদ্ধাদের স্মার্টকার্ড বিতরণ
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে বীর মুক্তিযোদ্ধাদের স্মার্টকার্ড বিতরণ

নোয়াখালীতে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মধ্যে স্মার্টকার্ড ও ডিজিটাল সনদ বিতরণ করা হয়েছে।

 

বুধবার দুপুরে বেগমগঞ্জের ইউএনও শামছুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মামুনুর রশিদ কিরণ এমপি।

 

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এবিএম জাফর উল্যাহ, চৌমুহনীর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্যাহ, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, আবুল হোসেন বাঙালি,

 

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, আবিদা সুলতানা উর্মিসহ আরো অনেকে।

 

অনুষ্ঠানে প্রথম ধাপে বেগমগঞ্জ উপজেলাধীন ৫২৬ জন জীবিত মুক্তিযোদ্ধার মাঝে স্মার্টকার্ড ও ডিজিটাল সনদপত্র বিতরণ করা হয়।

 

বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা সরকার তাদেরকে স্মার্টকার্ড ও ডিজিটাল সনদ দিয়ে স্বীকৃতি দেয়ায় অসংখ্য ধন্যবাদ জানান।

 

ভোরের আকাশ/নি