logo
আপডেট : ১৮ নভেম্বর, ২০২২ ১৬:০২
ভারতের এইমস পরিদর্শনে বিএসএমএমইউর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক

ভারতের এইমস পরিদর্শনে বিএসএমএমইউর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ভারতের দিল্লীতে অবস্থিত অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সাইন্স (এইমস) পরিদর্শন করেছে।

 

সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ নেতৃত্বে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

 

শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ তথ্য জানিয়ে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন গবেষণায় অনেক গুরুত্ব দিয়েছে। গবেষণার মান আরও বৃদ্ধির লক্ষ্যে সারা বিশ্বের প্রখ্যাত স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে বিএসএমএমইউ'র দোয়ার উন্মুক্ত করেছে। পারস্পারিক জ্ঞান বিনিময়ের জন্য আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার লক্ষ্যে সমঝোতা করছি।

 

বিএসএমএমইউ প্রতিনিধি দল এইমসের ফুল অটোমেটেড স্মার্ট ল্যাব পরিদর্শন করেন। একই সময় অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সাইন্সের সাথে গবেষণা, গবেষণা প্রুযুক্তি ও জ্ঞান বিনিমযের আলোচনাও হয়।

 

আলোচনায় ভবিষ্যতে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে সম্মত হয় এ দুটি প্রতিষ্ঠান। এর ফলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট এবং ফ্যাকাল্টিরা এইমস থেকে প্রশিক্ষণ নিতে পারবে। বিএসএমএমইউ সেখান থেকে আধুনিক চিকিৎসার প্রযুক্তি জ্ঞান নেবে।

 

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্সও গবেষণার কাজে বিএসএসএমইউর কাছ থেকে সহযোগিতা পাবে।

 

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, ল্যাবরেটোরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবতোষ পাল, সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সাইন্সের পরিচালক অধ্যাপক ডা. শ্রীনিভাস, এক্সট্রানাল এফিয়ার্সের ডিন অধ্যাপক ডা. মিনু ভাজপাই, এইচওডি অধ্যাপক ডা. সুব্রত স্নিহা, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুদ্বীপ উপস্থিত ছিলেন।

 

এছাড়াও উপাচার্যের নেতৃত্বে এ উচ্চ প্রতিনিধি দল ভারতের আরেকটি প্রখ্যাত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ম্যাক্স সুপার স্পেশালাইজড হসপিটাল পরিদর্শন করেন।

 

ভোরের আকাশ/আসা