logo
আপডেট : ১৮ নভেম্বর, ২০২২ ১৭:৪০
এক হাজার ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা নিয়ে আনন্দ মিছিল
কুমিল্লা প্রতিনিধি

এক হাজার ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা নিয়ে আনন্দ মিছিল

ভালোবাসেন লিওনেল মেসিকে। ভালোবাসেন আর্জেন্টিনা ফুটবল দল। সেই ভালোবাসা থেকে কুমিল্লার কয়েকজন সমর্থক বানালেন এক হাজার ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা। শুধু বানিয়েই ক্ষ্যান্ত হননি; পতাকা নিয়ে করেছেন র‌্যালি ও আনন্দ মিছিল।

 

শুক্রবার কুমিল্লার মনোহরগঞ্জের উত্তর হাওলা ইউনিয়নের বরল্লা গ্রামের এই সমর্থকরা এক হাজার ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা গ্রামে প্রদর্শন করেন। এরপর আর্জেন্টিনা দলের প্রতি শুভকামনা জানিয়ে গ্রামের সড়কে পতাকা নিয়ে র‌্যালি ও আনন্দ মিছিল করেন।

 

এসময় তাদের কন্ঠে ছিল আর্জেন্টিনা আর মেসির শ্লোগান। র‌্যালি শেষে গ্রামের সড়কের পাশে টাঙিয়ে দেন এই দীর্ঘ আকৃতির পতাকাটি।

 

প্রিয় দল আর্জেন্টিনা ও প্রিয় খেলোয়ার মেসির প্রতি ভালোবাসা থেকে এই পতাকা বানানো হয়েছে বলে জানিয়েছেন আর্জেন্টিনার সমর্থক আরেফিন রুবেল, খোরশেদ আলম, মামুনুর রশিদ সোহাগ, মীর হোসেন সাব্বির, আবু নাছের, জাসিম ও তুহিন। তারা জানান, বিশাল আকৃতির এই পতাকা বানাতে গ্রামের প্রবাসী আর্জেন্টিনা সমর্থকরাও তাদেরকে উৎসাহ জুগিয়েছেন।

 

ভোরের আকাশ/আসা