রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে এক প্রার্থীর শঙ্কার বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) জানিয়ে বেগম রাশিদা সুলতানা বলেছেন, ‘শুধু উনি কেন, ইভিএম নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন।
আমি শুধু এটুকু বলব, নির্বাচন কমিশনের মতো ইভিএমেও আস্থা আনতে হবে।’
গতকাল শনিবার দুপুরে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। রসিক নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার জানিয়ে রাশিদা সুলতানা বলেন, ‘আমরা কমিশনে আসার পর ব্যাপকভাবে ইভিএমের পরীক্ষা-নিরীক্ষা করেছি। ইউনিয়ন পরিষদ, পৌরসভাসহ বিভিন্ন নির্বাচনে ইভিএমের ব্যবহার করেছি।
ইভিএম বা যন্ত্রে কিন্তু কোনো ত্রুটি নেই। এ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নেয়া হয়েছে। নির্বাচন সফল করতে যা যা করার দরকার, সব উদ্যোগ নেয়া হয়েছে।’
নির্বাচন কমিশন ও ইভিএমের প্রতি প্রার্থীদের আস্থার বিষয়ে নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেন, ‘আমরা দায়িত্ব নেয়ার পর থেকেই শুনছি, নির্বাচন কমিশনের প্রতি আস্থা নেই। শুধু নির্বাচন কমিশন একা আস্থা তৈরি করবে তা নয়, সবাইকে আস্থা তৈরি করতে হবে। কারো না কারো প্রতি বিশ্বাস থাকতে হবে। আমরা ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই এ আস্থা-বিশ্বাস মনের ভেতর আনতে হবে।’
তিনি আরো বলেন, ‘সারা দেশে রংপুরের সুনাম আছে। সেই সুনাম অক্ষুন্ন রাখার চেষ্টা করছি। এজন্য আমি রংপুর সিটি করপোরেশনে অংশ নেয়া সব প্রার্থী ও ভোটারসহ নগরবাসীর সহযোগিতা কামনা করছি।’
ইভিএমের ভেতরে কোনোরকম কারসাজির সুযোগ নেই এটা আমরা নিশ্চিত উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, ‘এটা নিশ্চিত হয়েই জাতীয় নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। শুধু এটুকু বলব, যন্ত্র কখনো খারাপ হয় না, যন্ত্রের পেছনে হয়তো কেউ কেউ দুষ্কর্ম করতে চান। আমরা নির্বাচন কমিশন থেকে এমন দুষ্কর্মকে কখনো প্রশ্রয় দিইনি এবং দেব না। অন্তত নির্বাচন কমিশনের প্রতি এটুকু আস্থা রাখতে পারেন।’
ভোরের আকাশ/নি