logo
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২ ১৫:২৫
বাবার লাশ ঘরে রেখে পরীক্ষা দেওয়া মিরাজ পেলেন জিপিএ-৫
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বাবার লাশ ঘরে রেখে পরীক্ষা দেওয়া মিরাজ পেলেন জিপিএ-৫

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার গ্রীনভ্যালী স্কুলের প্রতিষ্ঠাতা প্রয়াত মোতাহার হোসেন খানের সন্তান মিরাজ সোমবার (২৮ নভেম্বর) প্রকাশিত হওয়া এবারের এসএসসির ফলাফলে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

 

অন্য আর ১০জন পরীক্ষার্থীর মতো সহজ ছিল না তার পরীক্ষা। স্বজনদের সূত্রে জানা যায় গত ২১ সেপ্টেম্বর মিরাজের বাবা মারা যায়।

 

২২ সেপ্টেম্বর বিকালে জানাযা নামাযের সিদ্ধান্ত হয়। বাবার মরদেহ ঘরে রেখেই সে গণিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। শোকে আচ্ছন্ন প্রিয় পিতাকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে পরীক্ষা দিয়েও ভালো রেজাল্ট করে সে।

 

মিরাজের মা তাসলিমা বেগম ছেলের ভালো ফলাফলে আনন্দিত হবার পাশাপাশি কান্নায় ভেঙে পড়েন; তিনি বলেন, 'মিরাজের বাবা বেঁচে থাকলে সন্তানের সাফল্যে আজ তিনিই সবচেয়ে বেশি খুশি হতেন'। উল্লেখ্য মিরাজ ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতো।

 

ভোরের আকাশ/নি