রাজধানীর নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহত হয়নি। শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া জানান, প্রতিদিনের মতো বিএনপি অফিসের সামনে তাদের লোকজন ছিল। ধারণা করা হচ্ছে সেখান থেকেই কেউ ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। তবু বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরো জানান, ওই এলাকার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেয়া হবে।
বিএনপির ঢাকায় গণসমাবেশ আয়োজনের ভেন্যু নিয়ে যখন আলোচনা তুঙ্গে এমন সময় এ ধরনের ঘটনা ঘটলো। পুলিশের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি দিলেও বিএনপি সেখানে সমাবেশ আয়োজনের পক্ষে না। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে দলীয় কার্যালয় নয়াপল্টনের সামনেই রাস্তায় তারা এ সমাবেশ করবে। শনিবার রাজশাহীতে গণসমাবেশের আয়োজন করে দলটি।
এদিকে ঘটনার পরপরই থানা পুলিশের একাধিক টিম সেখানে উপস্থিত হয়। এ সময় তারা স্থানীয় লোকজনের সঙ্গেও কথা বলেন। খবরটি গণমাধ্যমে প্রকাশের পর জনমনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ভোরের আকাশ/আসা