স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও দৈনিক ভোরের আকাশের সম্পাদক মনোরঞ্জন ঘোষালের স্ত্রী সন্ধ্যা ঘোষালের শ্রাদ্ধ অনুষ্ঠান ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বর্গীয়া সন্ধ্যা ঘোষালের আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, শুভানুধ্যায়ীরা তার আত্মার মঙ্গল কামনা করে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রাদ্ধ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সংসদ সদস্য অসীম কুমার উকিল, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশের খবরের সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাবেক অতিরিক্ত সচিব অসিত কুমার মুকুটমনি, যুগ্ম সচিব দেবদুলাল ভট্টাচার্য, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক সেবিকা দেবনাথ, শব্দসৈনিক মনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নির্মল চ্যাটার্জী, ঢাকেশ্বরী মন্দিরের প্রধান সেবায়েত রিতা চক্রবর্তী, দৈনিক ভোরের আকাশের ব্যবস্থাপনা সম্পাদক টুলু বিশ্বাস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পদক অরুণ সরকার রানা, পটিয়া সত্যানন্দ ও মঙ্গলদাশ মোহন্ত কালাবাবা আশ্রমের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পিংকু দাশগুপ্ত প্রমুখ।
গত ২৫ নভেম্বর রাত ১টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে শ্রীমতি সন্ধ্যা ঘোষাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।
ভোরের আকাশ/আসা