বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাঁর উত্তরার বাসা নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।
বিএনপি চেয়াপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৃহষ্পতিবার দিবাগত রাত প্রায় সোয়া তিনটার দিকে তাকে নিয়ে যায়।
একই সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকেও গোয়েন্দা পুলিশ তাঁর শাহজাহানপুরের বাসা থেকে নিয়ে গেছে বলে জানিয়েছেন শামসুদ্দিন দিদার।
সমাবেশস্থল নিয়ে যখন একটি সমঝোতায় হতে যাচ্ছে তখনই বিএনপির এই দুই শীর্ষ নেতাকে নিয়ে গেলো গোয়েন্দা পুলিশ।
ভোর ৬টায় বিএনপি মহাসচিবের স্ত্রী রাহাত আরা বেগম তার উত্তরার বাসায় সাংবাদিকদের বলেন, ‘ডিবি পুলিশ বাসার আশেপাশে গাড়ি নিয়ে রাত ১০টা থেকেই অপেক্ষমান ছিল। রাস্তার লাইটও বন্ধ করে দিয়েছিল। বাসার নীচের লোকদের সঙ্গে খারাপ আচরণও করেছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি মহাসচিব বেশ রাত করেই বাসায় ফিরেছেন। শরীরটা তার ভালো ছিল না। তাই এসে সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে যান।পরে ওরা আসলে কিছু ওষুধপত্র নিয়ে চলে যান।’