দৈনিক ভোরের আকাশ পত্রিকা পাঁচজন গুণি ব্যক্তিকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছে।
তাদের মধ্যে একজন হলেন লাকী ইনাম। গুনি এই নারীকে সম্মাননা প্রদান করছেন মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী শ. ম. রেজাউল করিম।
লাকী ইনামের বর্ণাঢ্য জীবনী:
লাকী ইনাম বাংলাদেশি নাট্য ব্যক্তিত্ব ও বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান।
তিনি হুমায়ূন আহমেদের বহুব্রীহি, অয়োময় এবং কোথাও কেউ নেই নাটকে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেন।
নাট্য অভিনয়ে অবদানের জন্য ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।
মঞ্চ নাটকে অসাধারণ কৃতিত্বের জন্য লাকী ইনাম ১৯৮৪ সালে "এওয়ার্ড অব অনার" পুরস্কার লাভ করেন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী হতে ‘শিল্পকলা পদক ২০১৪’ লাভ করেন। ১৯৫২ সালে জন্ম নেন এই গুনী ব্যক্তি।
ভোরের আকাশ/আসা