কঙ্গোতে বন্যায় অন্তত ১২০ জনের প্রাণহানি হয়েছে।
কঙ্গোর রাজধানী কিনশাসায় মঙ্গলবার রাতভর প্রবল বর্ষণে ব্যাপক বন্যায় সৃষ্টি হয়।
কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি’র খবরে বলা হয়েছে- বিগত কয়েক বছরের মধ্যে সেখানে এমন দুর্যোগ হতে দেখা যায়নি।
বিকেল নাগাদ প্রাণহানি আরো বাড়তে পারে। প্রাণহানির ঘটনায় সরকার তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।
প্রায় দেড় কোটি জনসংখ্যার নগরী কিনশাসার কেন্দ্রস্থলের প্রধান সড়কগুলো কয়েক ঘণ্টা ধরে পানিতে নিমজ্জিত ছিল এবং গুরুত্বপূর্ণ একটি সরবরাহ রুট বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
রাত নাগাদ মৃতের সংখ্যা বেড়ে ১২০ জন ছাড়িয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল বিকেল নাগাদ এ সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়াতে পারে।
প্রধানমন্ত্রী জিন-মিশেল সামা লুকোন্নেডর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বন্যায় প্রাণহানির ঘটনায় সরকার বুধবার থেকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।
নগরীর পুলিশ প্রধান জেনারেল সিলভানো কাসোঙ্গো এএফপি’কে বলেন, নিহতদের বেশির ভাগই পাহাড়ি এলাকার বাসিন্দা। সেখানে ভূমিধসের ঘটনায় তাদের এমন পরিণতি হয়।
ভোরের আকাশ/আসা