মালিতে হামলায় জাতিসংঘ মিশনের দুই শান্তিরক্ষী নিহত ও আরো চারজন আহত হয়েছে। জাতিসংঘ মিশন এ কথা জানিয়েছে।
এমআইএনইউএসএমএ হিসেবে পরিচিত জাতিসংঘ মিশন বলেছে, অজ্ঞাত হামলাকারীরা শুক্রবার টিমবুকতু এলাকায় টহলরত সেনা সদস্যদের ওপর হামলা চালায়। এতে দুই শান্তিরক্ষী নিহত হয়েছে। এর একজন নারী। আহত হয়েছে আরো চারজন শান্তিরক্ষী। এদের মধ্যে একজন মারাত্মকভাবে আহত হয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কঠোর ভাষায় এ হামলার নিন্দা এবং একইসঙ্গে হামলার দ্রুত তদন্তের জন্যে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
এমআইএনইউএসএমএ প্রধান আল ঘাসিম ওয়েন টুইটার বার্তায় এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। এমআইএনইউএসএমএ’র একজন কর্মকর্তা জানিয়েছেন, হামলার তিরিশ মিনিটের মধ্যেই টিমবুকতুতে র্যাপিড রিঅ্যাকশান ফোর্স পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য, মালিতে ২০১২ সাল থেকে জিহাদীদের তৎপরতার কারনে হাজার হাজার লোকের প্রাণহানি ঘটে। অসংখ্য লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে।
-বাসস
ভোরের আকাশ/নি