logo
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২২ ১৫:৩৯
বগুড়ায় এবারো নির্বাচন করবেন হিরো আলম
বগুড়া প্রতিনিধি

বগুড়ায় এবারো নির্বাচন করবেন হিরো আলম

হিরো আলম

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে জাতীয় পার্টির লাঙল প্রতীকে নির্বাচন করবেন হিরো আলম।

 

বিষয়টি নিশ্চিত করে হিরো আলম বলেন, ইতোমধ্যে তফসিল ঘোষণা হয়েছে, আমি আবারো নির্বাচন করতে যাচ্ছি।

 

তিনি আরো বলেন, যদি আমাকে লাঙল প্রতীক দেয়া হয় তাহলে লাঙল প্রতীকে নির্বাচন করব। আর সেটা না দিলে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের সব প্রস্তুতি নেব।

 

এর আগে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় পার্টির মনোনয়ন চেয়েছিলেন হিরো আলম। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেও দুই দফায় যাচাই-বাছাই করার পর তার সেই মনোনয়ন বাতিল করা হয়।

 

পরবর্তীতে হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরে পান তিনি। তবে প্রার্থিতা ফিরে পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে হেরে যান হিরো আলম। জাতীয় পার্টির লাঙল প্রতীক চেয়ে দলের মনোনয়ন কিনবেন হিরো আলম।

 

দলটির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলের উপনেতা জি এম কাদেরের সঙ্গে দেখাও করবেন বলে জানান তিনি।

 

ভোরের আকাশ/নি