logo
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২২ ১০:৪৫
ইনস্টাগ্রামে মেসির রেকর্ড
ক্রীড়া ডেস্ক

ইনস্টাগ্রামে মেসির রেকর্ড

বিশ্বকাপের ফাইনাল জোড়া গোল করে এক আসরে গ্রুপ ও নকআউট পর্বের সব ম্যাচেই গোলের নতুন রেকর্ড গড়েছেন আর্জেন্টিনাকে শিরোপা উপহার দেয়ার মূল কারিগর লিওনেল মেসি। কিন্তু এখন তিনি মাঠের বাইরে নতুন এক রেকর্ড সৃষ্টি করে আলোড়ন সৃষ্টি করেছেন।

 

ক্যারিয়ারে দীর্ঘদিনের প্রতিদ্ব›দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে তিনি এক্ষেত্রে পেছনে ফেলেছেন।

 

বিশ্বকাপ জয়ের পর মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন’। তার এ পোস্টটি ৪৩ মিলিয়ন লাইক পেয়েছে। এজন্য খেলোয়াড় হিসেবে এটাই ইনস্টাগ্রামে সর্বোচ্চ লাইক পাওয়ার রেকর্ড।

 

এর আগে বিশ্বকাপের শুরুতে পর্তুগিজ তারকা রোনালদো একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে মেসির সঙ্গে তাকে দাবা খেলতে দেখা যাচ্ছে। সোমবার পর্যন্ত রোনালদোর এ পোস্টটি ৪১.৯ মিলিয়ন লাইক পেয়েছিল।

 

মেসি ওই পোস্টে লিখেছেন, ‘আমার পরিবার, সমর্থক এবং যারা আমাদের ওপর ভরসা রেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমরা আবারো প্রমাণ করতে পেরেছি, যখন আমরা একসঙ্গে এবং একতাবদ্ধ হয়ে লড়াই করি, তখন আমরা যেকোনো কিছু করতে সক্ষম। পুরো কৃতিত্ব এ দলটির, যা ব্যক্তিগত স্বার্থ থেকে অনেক ওপরে।’ রেকর্ড ব্রেকিং ক্যারিয়ারে ফুটবলের সর্বোচ্চ শিরোপাটি এতদিন পাওয়ার সৌভাগ্য হয়নি মেসির।

 

দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ৮৯ হাজার দর্শকের উপস্তিতিতে কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে সেই অধরা শিরোপাটি হাতে তুলেছেন মেসি।

 

ভোরের আকাশ/নি