পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে পঞ্চগড়ে মা ও কিশোরীদের স্বাস্থ্য প্রজনন, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি পরামর্শ এবং বয়ঃসন্ধিকালীন নানা সমস্যা নিয়ে মা ও কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে পঞ্চগড় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় পঞ্চগড় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব বড়ুয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমআইএস ইউনিটের উপ-পরিচালক সফিউল হক, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (সিসি) ডা. অধীন্দ্রনাথ সরকার, পঞ্চগড় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পিজিটি ইওসিটি ডা. আফতোদা খানম (ফ্লোরা), এফ ডাব্লিউভি সেলিনা বেগম প্রমুখ।
সমাবেশ শেষে কিশোরীদের মাঝে ভিটামিন বি, ফোলিক অ্যাসিড ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
ভোরের আকাশ/নি