ঘন কুয়াশা আর শীতে কাঁপছে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা এই জেলায়। শীতের তীব্রতায় এ জেলার দরিদ্র খেটে খাওয়া মানুষেরা কষ্টে পড়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. রাকিবুল হাসান জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এরপর বেলা ১১টায় রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
অপরদিকে বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল এই জেলায়। রেকর্ড করা হয় ২৪ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। তবে সন্ধ্যা নেমে আসার সাথে সাথেই শীত নামছে। প্রতিদিন রাত বাড়ার সাথে সাথে শীতের তীব্রতাও বাড়ছে। ভোরের দিকে শীতের তীব্রতা আরো বেশী।
আগামী দিনে এই জেলার তাপমাত্রা আরো কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ভোরের আকাশ/নি