logo
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২২ ১৬:৫৭
মনোহরগঞ্জে বিভিন্ন স্থাপনার উদ্বোধন করলেন এলজিআরডি মন্ত্রী
কুমিল্লা প্রতিনিধি

মনোহরগঞ্জে বিভিন্ন স্থাপনার উদ্বোধন করলেন এলজিআরডি মন্ত্রী

উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত স্থাপনার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

কুমিল্লার মনোহরগঞ্জে জেলা পরিষদ ডাকবাংলো, উপজেলা কমপ্লেক্সের মসজিদ ভবন ও জনপ্রকৌশল অধিদপ্তরের উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত এসব স্থাপনার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। পরে মন্ত্রী নবনির্মিত মসজিদের পাশে বৃক্ষরোপণ করেন।

 

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, এলজিইডির প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, লাকসাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইউনুস ভূঁইয়া, এলজিআরডি মন্ত্রীর উন্নয়ন সমন্বয়কারী মো. কামাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমল, মনোহরগঞ্জ থানার ওসি শফিউল আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ভোরের আকাশ/নি