১৯ জানুয়ারি পর্যন্ত সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি মনোনীত হয়েছেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।
২০ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চেম্বার কোর্ট বিচারপতির যথারীতি দায়িত্ব পালন করবেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম।
রোববার ১ জানুয়ারি এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে আপিল বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ২ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত দৈনিক চেম্বার জজ হিসেবে বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে মনোনীত করেছেন।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন ২ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত সপ্তাহের প্রতি সোমবার, মঙ্গলবার ও বুধবার দুপুর ২টা থেকে শারীরিক উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগামী ২০ জানুয়ারি থেকে সপ্তাহের প্রতি রোববার, সোমবার ও বুধবার দুপুর ২টা থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে যথারীতি শুনানি গ্রহণ করবেন।
বাসস
ভোরের আকাশ/নি