কিশোরগঞ্জের ভৈরবে এক ডজন মামলার পলাতক আসামি কুখ্যাত নৌ ডাকাত তাহেরকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশের একটি টিম।
সোমবার রাত ৯টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত নৌ ডাকাত ভবানীপুর গ্রামের কাশেম আলীর ছেলে।
জানা যায়, নদীপথে ডাকাতির ঘটনায় এক ডজন ডাকাতি মামলার অভিযোগ রয়েছে তার নামে।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌ থানার উপপরিদর্শক মো. রাসেল মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার ভবানীপুর থেকে কুখ্যাত নৌ ডাকাত তাহেরকে আটক করা হয়। ভৈরব নৌ থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়া এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নৌ ডাকাত তাহের ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ডাকাতিসহ থানায় বিভিন্ন অপরাধের মোট ১২টি মামলা আছে। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়াও নৌপথে ডাকাতি প্রতিরোধে এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ভোরের আকাশ/নি