ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের চরমুরারদিয়া ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে থেকে জিহাদ হোসেন নামে (১৬) এক কিশোর ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা ১১ টার দিকে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে মধুখালী থানা পুলিশ। নিহত ভ্যানচালক জিহাদ মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের দিঘলিয়া মধ্যপাড়া গ্রামের মৃত লালু শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ জানায়, জিহাদ মঙ্গলবার বিকেল ৩টার দিকে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন।
বুধবার মৃতদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে মধুখালী থানার পুলিশে খবর দেয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) শেখ মো: আব্দুল¬াহ বিন কালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে জিহাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, পুলিশ হত্যাকারীদের খুঁজতে এরই মধ্যে কাজ শুরু করেছে।
ভোরের আকাশ/নি