logo
আপডেট : ৫ জানুয়ারি, ২০২৩ ১২:৩০
গোপালগঞ্জে মিনি ট্রাকের চাপায় অজ্ঞাত এক নারী নিহত
অনলাইন ডেস্ক

গোপালগঞ্জে মিনি ট্রাকের চাপায় অজ্ঞাত এক নারী নিহত

জেলার কাশিয়ানীতে আজ মিনি ট্রাকের চাপায় অজ্ঞাত (৪০) নামা এক নারী নিহত হয়েছেন।

 

ভোরে কাশিয়ানী-বোয়ালমারী সড়কের কাশিয়ানী উপজেলার খায়েরহাট বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আলম জানান, ভোরে অজ্ঞাত ওই নারী খায়েরহাট বেলতলা এলাকায় কাশিয়ানী-বোয়ালমারী সড়ক পার হচ্ছিল। এ সময় ফরিদপুরের বোয়ালমারীগামী একটি মিনি ট্রাক ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

 

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে ।

 

মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম পরিচয় জানাতে পারেনি তিনি।

 

ভোরের আকাশ/নি