logo
আপডেট : ৫ জানুয়ারি, ২০২৩ ১৩:২২
পেলের শেষ ঠিকানা বিশ্বের সর্বোচ্চ সমাধিক্ষেত্রটি কেমন?
ক্রীড়া ডেস্ক

পেলের শেষ ঠিকানা বিশ্বের সর্বোচ্চ সমাধিক্ষেত্রটি কেমন?

১০ তলা সমাধিক্ষেত্রটি ৪.৪ একর জায়গাজুড়ে বিস্তৃত। ১৯৮৩ সালের মার্চে এর নির্মাণকাজ শুরু হয় ও ১৯৯১ সালে আনুষ্ঠানিকভাবে এটি উন্মুক্ত করে দেয়া হয়। ব্রাজিলের ফুটবল সম্রাট পেলেকে সমাধিস্থ করা হয়েছে সাও পাওলোর মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায়। ফুটবল কিংবদন্তিকে সমাহিত করার স্থানটিও অনন্য বৈশিষ্ট্যের।

 

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড জানাচ্ছে, সমাধিক্ষেত্রটি বিশ্বের সবচেয়ে উঁচু। ১০ তলা উঁচু সমাধিক্ষেত্রটি ৪.৪ একর জায়গাজুড়ে বিস্তৃত।

 

১৯৮৩ সালের মার্চে এর নির্মাণকাজ শুরু হয় ও ১৯৯১ সালে আনুষ্ঠানিকভাবে এটি উন্মুক্ত করে দেয়া হয়। এর নকশা করেন আর্জেন্টিনার ব্যবসায়ী হোসে উলতসুত। তিনি এ সমাধিক্ষেত্রের প্রতিষ্ঠাতা। পেলের শেষ ঠিকানা বিশ্বের সর্বোচ্চ সমাধিক্ষেত্রটি কেমন?

 

মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায় ১৮ হাজার সমাধির জায়গা রয়েছে। সমাধির জন্য প্রতিটি তলায় রয়েছে বক্স। সমাধিঘর ছাড়াও পুরো মেমোরিয়ালে আরো রয়েছে শেষকৃত্য অনুষ্ঠান পালনের জন্য বিশেষ ঘর। মৃতদেহ দাহ করার ব্যবস্থা।

 

এ ছাড়াও সমাহিত করার পর সমাধি আলাদাভাবে সংরক্ষণ করে রাখার ব্যবস্থাও রয়েছে। পেলেকেও রাখা হয়েছে এমন একটি বিশেষ কক্ষে। ভবনের এক তলায় তার কক্ষটিতে সাজানো হয়েছে স্টেডিয়ামের আদলে।

 

পর্যটকদের জন্য রয়েছে কৃত্রিম ঝরনা সংবলিত একটি বাগান। এর ছাদে রয়েছে একটি ক্যাফে, যেখানে বসে পর্যটকরা আশেপাশের দৃশ্য উপভোগ করতে পারবেন। শিশুদের জন্য রয়েছে খেলার জায়গা। মজার ব্যাপার হচ্ছে সমাধিকেন্দ্রটিতে একটি গাড়ির জাদুঘরও রয়েছে।

 

ভোরের আকাশ/নি