logo
আপডেট : ৭ জানুয়ারি, ২০২৩ ১৪:০৭
রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ তিলোত্তমার শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক

রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ তিলোত্তমার শীতবস্ত্র বিতরণ

নারায়ণগঞ্জের চানমারি আজমেরী বাগে মারকাযুস সুন্নাহ মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কার্পেট ও কম্বল বিতরণ করেছে রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ তিলোত্তমা।

 

ক্লাব প্রেসিডেন্ট রহিমা শরীফ মায়া ও ক্লাব সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।

 

প্রজেক্ট চেয়ার রাফিয়া শিমুল এই প্রজেক্টটি অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট রহিমা শরীফ মায়া।

 

ক্লাবের সদস্যদের উপস্থিতিতে মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট সামগ্রী তুলে দেয়া হয়।

 

এ সময় ক্লাব অ্যাডভাইজার শহিদুল আলম বাপ্পি ও কবির হোসেন পারভেজ, রুমা সিরাজ, মায়া খন্দকার, রিপা আক্তার এবং রোটারী ক্লাব অব ডান্ডির আইপিপি মুরাদ হোসেন ফাহিম উপস্থিত থেকে এই মহতী উদ্যোগের জন্য ক্লাবের সদস্য ও সবাইকে সাধুবাদ জানান। প্রজেক্ট চেয়ার তাকে সহায়তা করার জন্য প্রেসিডেন্টসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

ক্লাব সভাপতি রহিমা শরীফ মায়া বলেন, রোটারি ক্লাব অব তিলোত্তমা প্রতিনিয়ত দুঃস্থ ও অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। গত এক সপ্তাহ ক্লাবটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শীতার্তদের মাঝে কম্বলসহ বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করেছে। তিনি সবার সহযোগিতা কামনা করে সুন্দর সফল প্রজেক্ট করার জন্য প্রজেক্ট চেয়ারকে ধন্যবাদ জানান।

 

ভোরের আকাশ/আসা