logo
আপডেট : ৮ জানুয়ারি, ২০২৩ ১৭:৩১
ফেনসিডিল বহনের অপরাধে দুই যুবকের যাবজ্জীবন
ফরিদপুর প্রতিনিধি

ফেনসিডিল বহনের অপরাধে দুই যুবকের যাবজ্জীবন

ফেনসিডিল বহনের অপরাধে ফরিদপুরে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

 

একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো চার মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

 

রোববার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন, ফরিদপুরের সালথার তুহিন মাতুব্বর (৩৫) ও মোশাররফ হোসেন (৩০)।

 

ভোরের আকাশ/আসা