অজয় ঘোষ, রাজশাহী: রাজশাহীতে জেঁকে বসেছে শীত। গত কয়েক দিনের তীব্র শীতে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এরই মধ্যে পুঠিয়া উপজেলার বিভিন্ন বাজারে ও রাস্তার আশেপাশের ফুটপাতে গড়ে ওঠেছে ভাসমান শীতবস্ত্রের দোকান। নিম্ন আয়ের ক্রেতারা শীতবস্ত্র কিনতে ভিড় জমাচ্ছেন সেই দোকান গুলোতে। অভিজাত মার্কেটগুলোতে বেচাকেনা কম থাকলেও ফুটপাতে বেড়েছে গরম কাপড়ের বেচাকেনা।
ঘুরে দেখা গেছে, কয়েক দিন থেকে শীত বেশি পড়ায় রাজশাহী নগরীর সাহেব বাজার, নিউমার্কেট, আরডি মার্কেট সহ বিভিন্ন এলাকায় ফুটপাতের দোকানগুলোতে বিকেল ও সন্ধ্যায় ফুটপাতের দোকানগুলোতে ক্রেতা বিক্রেতারা ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতারা কম দামে শীত বস্ত্র পাওয়ার আশায় ভিড় করছেন এসব ভাসমান দোকানে। শীতবস্ত্রের মধ্যে বাচ্চা ও বয়স্কদের সয়েটার, জেকেট, মোটা প্যান্ট, হাতের মোজা, টুপি ইত্যাদি বেশি বিক্রি হচ্ছে।
নগরীর তালাইমাড়ী থেকে আসা মোঃ আব্দুর রহিম বলেন, আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য এই ফুটপাতের বাজার প্রিয়। হাতের নাগালেই সবকিছু সস্তা দামে পাওয়া যাচ্ছে এখানে। ফুটপাতের এই বাজারে অধিকাংশ দোকানেই কম দামে কাপড় বিক্রি হচ্ছে। তাই কম দামে নিত্য নতুন শীতের কাপড় পাওয়া যাচ্ছে এখানে।
সাহেব বাজারের ভাসমান ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন বলেন, গত বছরের তুলনায় শীতের কাপড়ে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের লোক জন অল্প টাকায় শীতের কাপড় কিনতে ভিড় করছেন দোকানে।
আরডি মার্কেটের দোকান মালিক আব্দুল খালেক জানান, আমাদের এখানে শীত বস্ত্রের দাম একটু বেশি হওয়ায় মধ্যবিত্ত পরিবারের লোকজন ও গ্রাম থেকে আসা মানুষজন বেশির ভাগই ফুটপাতের দোকান থেকে কম দামে কাপড় কিনছে, এতে আমাদের ব্যবসায় লাভ একটু কম হচ্ছে।
ভোরের আকাশ/নি