logo
আপডেট : ১১ জানুয়ারি, ২০২৩ ১৫:৪৩
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় শিশুসহ নিহত ৩, আহত ৫
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় শিশুসহ নিহত ৩, আহত ৫

টাঙ্গাইলের ভূঞাপুরে ব্যাটারিচালিত অটোতে ট্রেনের ধাক্কায় শিশুসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এখন পর্যন্ত নিহত ও আহতদের সঠিক পরিচয় পাওয়া যায়নি। তবে উপস্থিত লোকজন জনান, অটোতে থাকা যাত্রীদের বাড়ি ভূঞাপুর উপজেলার আগতেরিল্যা এলাকায়।

 

বুধবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার ঢেপাকান্দি এলাকার অরক্ষিত রেল ক্রসিং এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ছেড়ে আসা জামালপুরগামী (৩০৭-আপ) লোকাল ট্রেনটি ঢেপাকান্দি এলাকার অরক্ষিত রেল ক্রসিং আসলে ভূঞাপুর থেকে ছেড়ে আসা আগতেরিল্যাগামী ব্যাটারিচালিত অটোকে ধাক্কা দেয়।

 

এসময় অটোতে থাকা যাত্রীদের মধ্যে দুইজন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহতদের মধ্যে এক শিশু হাসপাতালে মারা যান।

 

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি আমরা রেল পুলিশকে অবহিত করেছি। ঘটনাস্থলে ৩ জন মারা যায়। আহত ৫ জনকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।

 

ভোরের আকাশ/নি