logo
আপডেট : ১৬ জানুয়ারি, ২০২৩ ১৬:০৬
রাজশাহীতে বর্বরোচিত নির্যাতনে যুবকের মৃত্যু, এলাকাবাসীর বিক্ষোভ
রাজশাহী ব্যুরো

রাজশাহীতে বর্বরোচিত নির্যাতনে যুবকের মৃত্যু, এলাকাবাসীর বিক্ষোভ

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে নির্মম নির্যাতনে নিহত শফিকুল ইসলাম জনির (৩৩) মৃত্যুর প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করেছেন। নগরীর চন্ডিপুর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে মিছিল শেষ হয়। সেখানে ডিসি অফিস ঘেরাও করে সমাবেশ করেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

 

বিক্ষোভ সমাবেশ থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমানকে প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। বিক্ষোভ শেষে আসামিদের গ্রেপ্তার এবং হত্যাকান্ডের বিচার নিশ্চিতের দাবিতে জেলা প্রশাসক আবদুল জলিলকে একটি স্মারকলিপিও দেওয়া হয়েছে।

 

এতে বলা হয়েছে, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের ধরছে না। নিহত জনি নগরীর চন্ডিপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি নগরীর সাহেববাজারের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন। গত ৫ জানুয়ারি দিবাগত মধ্যরাতে নগরীর চন্ডিমাতা কালিমাতার মন্দিরের সামনে জনিকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেধে নির্মম নির্যাতন করা হয়।

 

রাত সাড়ে ১২টা থেকে ভোররাত ৪টা পর্যন্ত পর্যায়ক্রমে নির্যাতন চলে শফিকুলের ওপর। যারা নির্যাতন করেন, পরে তারাই জনিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা করিয়ে তাকে বাড়ির সামনে ফেলে রেখে যান তারা। পরদিন শারীরীক অবস্থা খারাপ হয়ে গেলে তাকে আবারও রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় জনি মারা যান।এ ঘটনায় জনির ভাই রিয়াজ সাইদ বিপ্লব রাজপাড়া থানায় মামলা করেন।

 

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- কাজিহাটা এলাকার তৌফিকুর রহমান বাবু (৫২), তার ভাই মো. শাহীন (৫৫), একই এলাকার কিশোর (২০) এবং প্রসেনজিৎ (২২)। এদের মধ্যে তৌফিকুর রহমান বাবু ও মো. শাহীন রাজশাহীর মাওলা এ্যালিগ্রো নামের একটি ডেভলপার প্রতিষ্ঠানের মালিক। এলাকায় তারা প্রভাবশালী। মামলার এজাহারে বলা হয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে জনিকে হত্যা করা হয়েছে।

 

ঘটনার চার দিন পার হলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় এলাকার কয়েকশো নারী-পুরুষ একটি বিক্ষোভ মিছিল বের করেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন-নিহত জনির মা হানুফা বেগম, স্ত্রী রুবাইয়া খাতুন টুকু, ভাই রিয়াজ সাইদ বিপ্লব, প্রতিবেশী মাইনুল ইসলাম, নুরুল ইসলাম, দেলোয়ার হোসেন, মো. হাসান, তোজাম্মেল হক, বরুন শেখ, খালেদা খাতুন রোজী প্রমুখ।

 

ভোরের আকাশ/নি