logo
আপডেট : ২২ জানুয়ারি, ২০২৩ ১৪:৫৩
শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, আমিন আমিন ধ্বনিতে মুখরিত তুরাগতীর
অনলাইন ডেস্ক

শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, আমিন আমিন ধ্বনিতে মুখরিত তুরাগতীর

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় তুরাগতীর। আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভী।

 

রবিবার দুপুর ১২টা ১৫ মিনিটে শুরু হয়ে আখেরি মোনাজাত শেষ হয় ১২টা ৪৪ মিনেটে। দীর্ঘ প্রায় ৩০ মিনিট স্থায়ী এই তাৎপর্যপূর্ণ মোনাজাত আরবি ও উর্দু দুই ভাষাতে অনুষ্ঠিত হয়।

 

এতে আত্মশুদ্ধি, নিজ নিজ গুনাহ মাফ, সব বালা-মুসিবত থেকে হেফাজত ও রহমত প্রার্থনা এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখো মুসল্লি দু-হাত তুলে আকুতি জানান।

 

আখেরি মোনাজাতের শুরুতে ইজতেমার ময়দান ও আশপাশের এলাকায় নেমে আসে শুনশান নীরবতা। আমিন আমিন, আল্লাহুম্মা আমীন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো ইজতেমা ময়দান।

 

মোনাজাতের আগে বিশ্ব ইজতেমার ৫৬তম আসরে চলে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান। এর আগে অনুষ্ঠিত হয় হেদায়াতি বয়ান। দেশ বিদেশের লাখ লাখ মুসল্লিদের উপস্থিতিতে এবাদত, বন্দেগি, জিকির, আসকার আর আল্লাহু আকবর ধ্বনিতে উত্তাল টঙ্গীর তুরাগপাড়ের বিশ্ব ইজতেমা ময়দান।

 

ভোরের আকাশ/নি