রাজধানীর মিরপুরের সিটি ক্লাব মাঠে এফএনএফ গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব শেখ মোহাম্মদ সেলিম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা।
রবিবার দুপুর ১২ টায় এফএনএফ গ্রুপের সভাপতি শেখ মোহাম্মাদ আলি আড্ডুর সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহম্মাদ আশরাফুল, খেলোয়াড় শফিউল ইসলাম সুহাস, সোহাগ গাজী ও ইউএসপিওয়াইআরএম এর সভাপতি সাদাকাত খানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। শেখ মোহাম্মদ সেলিম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় সব তারকা ক্রিকেটারদের এক নজর দেখতে ভিড় করেন হাজারো মানুষ।
খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ২১৬ রান সংগ্রহ করে ঢাকা ডায়েনামেটস। জবাবে ব্যাট করতে নেমে চট্রগ্রাম চ্যাজেঞ্জার্সও ২১৬ রান সংগ্রহ করলে খেলা গড়ায় সুপার ওভারে।
এতে ঢাকা ডায়েনামেটসকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চট্রগ্রাম চ্যালেঞ্জার্স। পরে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরুষ্কার তুলে দেন অতিথিরা ।