আপডেট : ২৩ জানুয়ারি, ২০২৩ ১১:৩৩
নাদিয়াকে চাপা দেওয়া বাসের চালক-সহকারী গ্রেফতার
অনলাইন ডেস্ক
বাস চালক মোঃ লিটন ও হেলপার মোঃ আবুল খায়ের
রাজধানীর ভাটারা এলাকায় বন্ধুর সঙ্গে ঘুরতে এসে বাস চাপায় নাদিয়া সুলতানা (২১) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসটির চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকাল ৮ টা ২০ মিনিটে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বাস চালক মো. লিটন (৩৮) ও হেলপার মো. আবুল খায়ের (২২)।
ডিএমপির গুলশান জোনের ডিসি মোঃ আবদুল আহাদ জানান, ঘাতক বাসটি (ঢাকা মেট্রো ব-১৫-৩১৯০) জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভোরের আকাশ/নি