logo
আপডেট : ২৬ জানুয়ারি, ২০২৩ ১৪:২২
বিআরটিসি বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত
বরগুনা প্রতিনিধি

বিআরটিসি বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বরগুনার পাথরঘাটায় বিআরটিসি বাসের ধাক্কায় আবুল কালাম নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

 

বৃহস্পতিবার ( ২৬ জানুয়ারি)  দুপুরে ভোরের আকাশকে এ তথ্য নিশ্চিত করেন মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান জামান তালুকদার।

 

নিহত আবুল কালাম পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার মৃত মো. আলীর ছেলে। তিনি নিয়মিত পাথরঘাটা মৎস্য বন্দর থেকে মাছ কিনে এলাকায় বিক্রি করতেন। সকালে মাছ কিনতে তিনি পাথরঘাটায় আসেন।

 

জানা যায়, সকালে উপজেলার রায়হানপুর ইউনিয়নের শতকর বেতমোর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাথরঘাটা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা বিআরটিসি বাসটি মাছ বহনকারী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের চালক ও আরোহী গুরুতর আহত হয়। বাসের চালক ও সহযোগী পালিয়ে যায়।

 

পথচারীরা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আবুল কালামের মৃত্যু হয়।

 

এ বিষয়ে ওসি কামরুজ্জামান জামান তালুকদার বলেন, নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অপর আহত মোটরসাইকেল চালককে উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠানো হয়েছে।

 

স্থানীয়দের ধারণা, সকালের অতিরিক্ত কুয়াশায় এ দুর্ঘটনা ঘটে।

 

ভোরের আকাশ/নি