logo
আপডেট : ৩০ জানুয়ারি, ২০২৩ ১৫:৪২
কাউখালীতে ১ মণ ঝাটকা ইলিশ জব্দ
বরিশাল ব্যুরো

কাউখালীতে ১ মণ ঝাটকা ইলিশ জব্দ

পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে এক মণ ঝাটকা ইলিশ জব্দ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মো: হাফিজুর রহমান অভিযান চালিয়ে এসব জব্দ করেন।

 

জানা গেছে, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: হাফিজুর রহমান সোমবার সকালে কাউখালী হাটে অভিযান পরিচালনা করেন।

 

এ সময় মাছ ফেলে ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে এক মণ মাছ জব্দ করা হয়। জব্দকৃত এসব মাছ কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার নির্দেশে উপজেলা পরিষদের সামনে থেকে স্থানীয় ছয়টি হেফজখানা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

 

ভোরের আকাশ/নি