বগুড়া-৬ সদর আসনে সকাল সাড়ে ৮টায় শুরু হয়েছে উপ নির্বাচনের ভোটগ্রহণ। এ দিন সকালে বগুড়া শহরের হাসনাজাহান উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী রাগেবুল আহসান রিপু।
তিনি জানান, নির্বিঘ্নে ভোট হচ্ছে। কোনো সমস্যা ছাড়াই। ভোটারদের মাঝে কোনো ভীতি নেই। সব দলের প্রার্থীর এজেন্ট এখানে রয়েছে।
কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নুরুল ইসলাম জানান, মোট ভোটার রয়েছে ৩ হাজার ৫২৫ জন। এর মধ্যে পুরুষ ১৬৭৬ জন, নারী ১৮৪৯ জন। সকাল থেকে নিয়ম অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম জানিয়েছেন, বগুড়ার দুটি আসনে প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার সদস্য মোতায়েন আছে।
এছাড়া পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে ১৭টি মোবাইল ফোর্স, ১০টি স্ট্রাইকিং ফোর্স, ১৪ প্লাটুন বিজিব মোতায়েন রয়েছে।
বগুড়া-৪ আসনে ৩ লাখ ২৮ হাজার ৪শ ৬৯ জন ভোটার ১১২টি কেন্দ্রে ৭৭৭টি কক্ষে। এবং বগুড়া-৬ আসনে ৪ লাখ ১০ হাজার ৭শত ৪৩ জন ভোটার ১৪৩ কেন্দ্রে ১০১৭ কক্ষে ইভিএমএ ভোট প্রদান করবেন।
উল্লেখ্য, বগুড়া-৬ সদর আসনে আ’লীগ প্রার্থী রাগেবুল আহসান রিপু, জাপার নুরুল ইসলাম ওমর, স্বতন্ত্র আব্দুল মান্নান সহ ১১ জন এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জাসদের রেজাউল করিম তানসেন, স্বতন্ত্র কামরুল হাসান জুয়েল, জাপার শাহীন মোস্তফা কামালসহ ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে দুটি আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করছেন আলোচিত-সমালোচিত হিরো আলম।
এদিকে এবারের উপ নির্বাচনের মধ্য দিয়ে ৩ বার ভোট প্রদান করবে সদর আসনের ৪ লক্ষাধিক ভোটার। এ আসনে আ. লীগ, জাপা ও স্বতন্ত্র প্রার্থী মধ্যে ত্রি-মুখী লড়াই হতে পারে বলে ভোটাররা মনে করছেন। বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হতে পারে বলে ভোটারদের ধারনা।
ভোরের আকাশ/নি