logo
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:২৯
বিএসএমএমইউর শিশু বিভাগের নতুন চেয়ারম্যান ডা. মানিক কুমার তালুকদার
নিজস্ব প্রতিবেদক

বিএসএমএমইউর শিশু বিভাগের নতুন চেয়ারম্যান ডা. মানিক কুমার তালুকদার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদারকে শিশু বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

 

এ পদে তিনি তিন বছর দায়িত্বপালন করবেন।

 

ডা. মানিক কুমার তালুকদার ২০১০ সালের ৭ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। এরপর ২০১৫ সালে সহযোগী অধ্যাপক এবং ২০২২ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।

 

কর্মদক্ষতা, সৎ ও নিষ্ঠাবান চিকিৎসক হিসেবে দায়িত্বপালন করায় গত বৃহস্প্রতিবার তাকে শিশু বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

 

ভোরের আকাশ/আসা