logo
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৩৮
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৮৭০০ ছাড়াল
অনলাইন ডেস্ক

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৮৭০০ ছাড়াল

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে বুধবার মৃতের সংখ্যা ৮৭০০ ছাড়িয়ে গেছে।

 

সরকারি উপাত্ত থেকে এ কথা জানা গেছে। খবর এএফপি’র।

 

উদ্ধারকর্মীরা আটকে পড়া জীবিতদের উদ্ধারে তাদের কাজ অব্যাহত রেখেছে।

 

বুধবার তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দেশটিতে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৩৪ জনে। তবে সিরিয়ায় নিহত কত, তা নির্ণয় করা কঠিন। রাষ্ট্রীয় বার্তাসংস্থা ও উদ্ধারকারী দল বলছে, নিহত দুই হাজার ৫০০ ছাড়িয়েছে।

 

উল্লেখ্য, সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭মিনিটে তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎস ছিল ভূ-পৃষ্টের ১৭ দশমিক ৯ কিলোমিটার গভীরে

 

গাজিয়ানতেপ শহরটি সিরিয়া সীমান্তের কাছে অবস্থিত।

 

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্র ছিল ৭ দশমিক ৮।

 

বাসস

 

ভোরের আকাশ/নি